Sylhet Today 24 PRINT

সিকৃবিতে পশুস্বাস্থ্য কর্মীদের সনদ বিতরণ

সিকৃবি প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৫

ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের অর্থায়নে মেডিসিন বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় একমাস ব্যাপি প্রাণি স্বাস্থ্য কর্মী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার “পশুস্বাস্থ্য কর্মী প্রশিক্ষণ ২০১৫” এর সনদ পত্র বিতরণ করা হয়।

ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের মেডিসিন বিভাগের ব্যবস্থাপনায় সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়া।

কোর্স কো-অর্ডিনেটর এবং মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন সিকৃবির ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ অ্যান্ড প্রডিউসার্স সার্ভিসেস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার এ. কিউ. এম. সফিউর রউফ। ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদে দুপুর তিনটায় মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কাউসার হোসেন। এরপর প্রশিক্ষণার্থীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “সিলেট অঞ্চলে পশুসম্পদকে আরো উন্নত করতে এ ধরণের প্রশিক্ষণের বিকল্প নেই।” তিনি প্রশিক্ষণার্থীদের লব্ধ জ্ঞান অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করেন।

খামারি পর্যায়ে প্রাণি স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৭ অক্টোবর ১৫ তারিখে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রাণি স্বাস্থ্য কর্মী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। তত্বীয় ও ব্যবহারিক ক্লাস সমূহ প্রফেসর মছলেহ উদ্দীন আহমেদ চৌধুরী ভেটেরিনারী টিচিং হাসপাতাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ভেটেরিনারী অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রাণি স্বাস্থ্য কর্মীদের পশু-পাখির চিকিৎসা, রোগ বালাই দমন/প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ দেন।

এছাড়া ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য সিলেটের বিভিন্ন উপজেলায় গৃহপালিত প্রাণি, হাস-মুরগীর ফ্রি টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.