Sylhet Today 24 PRINT

শাবিতে চলছে অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোট গ্রহণ

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ নির্বাচনের ভোট গ্রহণ।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্টার এ এফ এম সালাউদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী রেজিস্টার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালুকদার ।

এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে উপ মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো.হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষক কর্মকর্তা  অশোক বর্মণ অসীম, কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মমিনুল হক, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ফখর উদ্দিন, সহকারী রেজিস্টার মোহাম্মদ জয়নাল আবেদীন।

অন্যদিকে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে  সভাপতি পদে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোর্শেদ আহমদ,  সাধারণ সম্পাদক পদে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান(পারভেজ), সহ-সভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে সিনিয়র সুপারভাইজার( রেজিস্টার দপ্তর)সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্টার মো. নাজমুল হক।

কার্যনির্বাহী সদস্য পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্টার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, উপ রেজিস্টার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসি, উপ রেজিস্টার মো. ইউনুস আলী, সহকারী পরিচালক( অর্থ ও হিসাব) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, সহকারী রেজিস্টার নঈম উদ্দিন আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.