Sylhet Today 24 PRINT

হল খোলার দাবিতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি প্রতিনিধি  |  ২০ ফেব্রুয়ারী, ২০২১

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে বন্ধ থাকা আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি)বিকালে থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রেখে এরং অনলাইন ক্লাস'র রিভিউ ক্লাস না নিয়ে চূড়ান্ত পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এবং স্বৈরচারী। নতুন করে মেস/বাসা ভাড়া নিতে হলের শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ নানার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যা পড়তে হচ্ছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.