Sylhet Today 24 PRINT

চবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মুনতাসীর মামুন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড.শিরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত চবি সিন্ডিকেটের ৫২৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে মনোনীত করা হয় এবং যোগদানের সময় থেকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড.মুনতাসীর মামুন দেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ ও সাহিত্যিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা ও সক্রিয় সদস্য। তিনি ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার লেখালেখি ও গবেষণার বিষয় ঊনিশ, বিশ ও একুশ শতকের পূর্ববঙ্গ বা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.