Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নারী দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২১

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব: গড়বে নতুন সমতার বিশ্ব’ এর ওপর আলোকপাত করে সভায় বক্তব্য রাখেন নারী শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম বলেন, ‘‘কাজী নজরুল ইসলামের ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ পঙতিটি এখন বাস্তবে আমাদের উপলব্ধির এবং চর্চা করার সময় এসে গেছে। নারীর স্বাধীনতা নয়, বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে।’’

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা দাস পুঁজিবাদ সমাজের প্রয়োজনে নারীদের ঘর থেকে বাইরে আনা, কম পারিশ্রমিক দিয়ে অধিক মুনাফা লাভ করার উদ্দেশ্যে কীভাবে নারীদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়, নারী দিবসের তাৎপর্য, নারী দিবস পালনের উদ্দেশ্য, নারীদের বর্তমান অবস্থান প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, ‘‘এবারের নারী দিবসের প্রতিপাদ্য অনুসারে ‘সমতার বিশ্ব’ তৈরি করতে গেলে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে; এর চর্চা শুরু করতে হবে ঘর থেকেই।’’ গৃহস্থালির কাজকর্মে সমানভাবে অংশগ্রহণের  মাধ্যমেই নারী-পুরুষ মিলে সমতার বিশ্ব তৈরির পদযাত্রা শুরু করার প্রয়াস ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী বলেন, ‘জন্মের পর থেকেই ছেলেমেয়ের বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে সমাজকে।’ তিনি ছেলেদের শিক্ষাগ্রহণের অবাধ সুযোগের কথা উল্লেখ করে বলেন, মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারও একইসাথে সুনিশ্চিত করতে হবে।

সমতার বিশ্ব তৈরি করতে গেলে শুধু নারীকে নয়, বরং নারী-পুরুষ উভয়পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ। বিশ্ব পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে মন্তব্য করে তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ কর্তৃক স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন। নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.