Sylhet Today 24 PRINT

এমসি কলেজে \'বাঙালি জাতির অদম্য প্রেরণার উৎস\' শীর্ষক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২১

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলা বিভাগের সহযোগিতায় 'অসমাপ্ত আত্মজীবনী : বাঙালি জাতির অদম্য প্রেরণার উৎস' শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল এগারোটায় শিক্ষাবিদ সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান আল মাসুম ও চন্দ্রিকা বড়ুয়া মন্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ যদি আমরা মেনে চলি তাহলে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। ব্যক্তিজীবনে আমাদের সকলেরই উচিত এমন আর্দশ চর্চা করা! এমসি কলেজের এমন ধারাবাহিক আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।'

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (কলেজ ও প্রশাসন) পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্র রেজাউল করিম রাব্বি। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহেদা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিরুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু। উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.