Sylhet Today 24 PRINT

শাবিপ্রবি প্রেসক্লাবের ম্যাগাজিন কথন-৩ এর মোড়ক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র বাৎসরিক ম্যাগাজিন 'কথন-৩' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান- ২০২১’ এ এই মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব’র সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান-২০২১ দুইটি অংশে অনুষ্ঠিত হয়। প্রথম অংশে ১৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি আরাফ আহমেদ। পরে ১৬তম কমিটির সভাপতি হোসাইন ইমরান আনুষ্ঠানিকভাবে ১৭তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভাগীয় প্রধান, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খাঁন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আবু সায়েদ আরফিন খান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, নৃবিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, চীফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন, লাইব্রেরী প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, আইকিউএসির এডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ কায়সার ইবনে রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক।

এছাড়া কর্মকর্তা সমিতির সহ সভাপতি হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে শাখার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সদস্য আশরাফ কামাল আরিফ, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক উসমান গণি, ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক পাপ্পু রায়, স্বেচ্ছাসেবী সংগঠন কিন, মাভৈঃ আবৃত্তি সংসদ, স্বপ্নোত্থান, রিম, আজ মুক্তমঞ্চ, স্পোর্টস সাস্ট, থিয়েটার সাস্ট, দিক থিয়েটার, চোখ ফিল্ম সোসাইটি, সাস্ট স্কুল অব ডিবেট, সাস্ট সায়েন্স অ্যারেনা, জিডিএন সাস্ট, বাইনারি, বিএনসিসি ও প্রথম আলো বন্ধু সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৭তম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শাবি প্রেসক্লাব নির্বাচন-২১ এর নির্বাচন কমিশনার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া এবং সদ্য বিদায়ী ১৬তম কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.