Sylhet Today 24 PRINT

শাবির কর্মচারীদের বাসায় বিনামূল্যে ইন্টারনেট

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৭ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে বসবাসরত কর্মচারীদের বাসায় বিনামূল্যে ইন্টারনেট সংযোগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মচারীদের সন্তানদের শিক্ষার মানকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এই ইন্টারনেট সংযোগ প্রদান করেছে প্রশাসন।

সোমবার (৭ জুন) দুপুরে এ ইন্টারনেট সংযোগ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য অবস্থানে আছে। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে ভাল করছে। তবে আমাদেরকে এ অর্জনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সেক্টরে নজর দিতে হবে। বর্তমান সরকার সকলকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে চেষ্টা করছে। তারই প্রেক্ষিতে এই সেবা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, কম্পিউটার ইনফরমেশন সেন্টারের (সিআইসি) পরিচালক অধ্যাপক মাসুম, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, হিসাব দপ্তরের পরিচালক আ ন ম জয়নাল আবেদীন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, আইটি ম্যানেজার এ এস এম খায়রুল আখতার চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, কর্মচারী সমিতির সভাপতি শাহাজাহান সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমেদ, সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সদস্য সচিব মো. বাবুল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে মোট ৬টি জায়গায় (স্টাফ কোয়ার্টার, লন্ডনি বাড়ি, পিয়ন, কালনী, গেরেজ, সেন্টার ফিল্ড) ৬৪টি পরিবার বসবাস করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.