Sylhet Today 24 PRINT

সিসিকের সাথে সমঝোতা করে কাজ করবে শাবি

শাবি প্রতিনিধি |  ০৯ জুন, ২০২১

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাথে সমঝোতা করে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড করতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বুধবার (৯ জুন) বিকালে প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স রুমে সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড সিলেট সিটি করপোরেশনের সাথে সমঝোতা করে করা হবে। সিসিকের সাথে আমরা স্বল্পমেয়াদী, মধ্য ও দীর্ঘমেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর করবো।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে সিলেট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এমওআই চুক্তিতে স্বাক্ষর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.