Sylhet Today 24 PRINT

সঞ্চালনের উদ্যোগে শাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

শাবি প্রতিনিধি |  ১০ জুন, ২০২১

বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে ধারণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এসময় ডি বিল্ডিংয়ের সামনে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন তিনি।

এরপর ডি বিল্ডিংয়ের সামনে থেকে, এ বিল্ডিং ও লাইব্রেরি ভবনের আশেপাশে চারা রোপণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক ফুল-ফল, ঔষধি ও বনজ গাছ মিলিয়ে ১৫ প্রজাতির প্রায় অর্ধশত বৃক্ষের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো. মহিবুল আলম এবং কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে সঞ্চালনের ১২তম কমিটির সভাপতি মাহমুদুন্নবী উদয়, সাধারণ সম্পাদক সুমন মিয়া, বর্তমান কমিটির সভাপতি মো. ইমন সরদার, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রয়, সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম আকাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.