Sylhet Today 24 PRINT

উইমেন্স মডেল কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২১

‘মধু মাসে ফল উৎসবে, নতুনত্বে জাগি আমরা সবে’ এই শ্লোগানে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত জাতের ফলমূল নিয়ে ফল উৎসব করে সিলেট উইমেন্স মডেল কলেজ।

রোববার (১৩ জুন) সকালে ফল উৎসব-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে.কর্নেল(অব.) এম. আতাউর রহমান পীর।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল হামিদ সজিব ও ইংরেজি বিভাগের প্রভাষক ভারতী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সীমান্তিক আইডিয়াল ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মিনহাজুল আবেদীন রিয়াদ, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জে. এম. এইচ. জে. ফেরদৌস এবং ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি ফারুক আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের এ ধরনের সহশিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনে ভূমিকা পালন করবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.