Sylhet Today 24 PRINT

‘সেশনজটে’ শাবির ভর্তি পরীক্ষার ফলাফল!

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৫

গত শনিবার অনুষ্ঠিত হয়েছিলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার তিনদিন পেরিয়ে গেছে। এখনো প্রকাশিত হয়নি ফলাফল। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীদের অনেকেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার দুপুর ১২ টায় ফলাফল প্রকাশের কথা জানিয়েছিলো শাবির ভর্তি কমিটি। তবে মঙ্গলবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফল প্রকাশিত হয় নি। তবে ভর্তি কমিটি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আজ রাতেই ফল প্রকাশিত হবে।

শাবি সূত্রে জানা যায়, উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে এবার শাবির ১০৪ জন শিক্ষক ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেননি। প্রতিবছর ভর্তি পরীক্ষার ট্যাকনিক্যাল কমিটিতে কাজ করা অনেক শিক্ষকও এবার ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নেননি। এ কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

অন্যান্য বছর পরীক্ষার একদিন পরই শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিলো।

এ ব্যাপারে শাবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মোশতাক আহমদের সাথে একাধিকবার যোগােযাগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

এ বারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে এক হাজার ৪৩০ আসনের বিপরীতে ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এদিকে, ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাবির অনেক শিক্ষার্থী।

কানিজ ফাতেমা নামের এক শাবি শিক্ষার্থী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,- 'রেজাল্টের বেলায়ও কি সেশনজট লেগে গেল!!!'

এ ব্যাপারে শাবির ২০১৪ সনের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. নাজিয়া চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবছর পরীক্ষার পরদিনই আমরা ফল প্রকাশ করেছিলাম।

তিনি বলেন, ডিজিটাল সিস্টেমের কারণে সর্বোচ্চ ২ দিন সময় লাগতে পারে। ফল প্রকাশে এরচেয়ে বেশি সময় লাগার কথা নয়।

কেন এত দেরি জানতে চাইলে তিনি বলেন- আমি সঠিক কারণ বলতে পারব না তবে অনুমান করে বলতে পারি, এবার জনবল কম। আগের বারের অনেকেই নেই, বিশেষ করে টেকনিক্যাল কাজ পারেন সেরকম অনেকেই নেই এবার পরীক্ষার কার্যক্রমে অংশ নেননি।

কেন নেই জানতে চাইলে তিনি বলেন- বিভিন্ন কারণে এই প্রক্রিয়ায় এবার তারা থাকেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.