Sylhet Today 24 PRINT

শাবিতে ড. ইউসুফের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

শাবি প্রতিনিধি |  ২৯ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- বি এর ১০১ নম্বর কক্ষে সিইপি বিভাগের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ড. আবু ইউসুফের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রকাশিত বইগুলোর মধ্যে চারটি বই সায়েন্টিফিক এরেনাতে বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ কর্তৃক প্রকাশিত হয়েছে। বইগুলো হল- ‘সাস্টেইনেবল অল্টারনেটিভ ফর এভিয়েশন ফুয়েলস’, ‘বায়োরিএক্টরস’, ‘মাইক্রোঅ্যালগে কাল্টিভেশন ফর বায়োফুয়েলস প্রোডাকশন’, ‘লিগনোসেলুলোজিক বায়োম্যাস লিকুইড বায়োফুয়েলস।’ এছাড়াও বাংলাদেশ রিসার্চ এন্ড ইনোভেশান সোসাইটি কর্তৃক ‘গল্পে গল্পে গবেষণা’ বইটি প্রকাশিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমরা গবেষণা খাতেও উন্নয়নের ছাপ রাখতে চাই। সামনের দিনে আমাদের বিশ^বিদ্যালয়ের গবেষণার খাতকে এগিয়ে নেয়ার জন্য এবং ল্যাব ডেভেলপমেন্টের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।

এছাড়া ড. আবু ইউসুফের বই প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা খাতে কাজ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন বলে মন্তব্য করেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মস্তাবুর রহমান, সিইপি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

সমাপনি বক্তব্যে ড. আবু ইউসুফ বলেন, গবেষণা ও পিএইচডি করতে ইচ্ছুক শিক্ষার্থীর এ লেখা থেকে উপকৃত হবে। এছাড়া, এ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছে এমন আন্ডার-গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই বিষয়ে স্বচ্ছ ধারণা পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.