Sylhet Today 24 PRINT

দ্বিতীয় মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন

শাবি প্রতিনিধি |  ৩০ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ফদির উদ্দিন আহমেদ।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দ্বিতীয় দফায় তিন বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

বুধবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নিজেই এ তথ্য জানিয়েছেন। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এরআগে ২০১৭ সালের ১৭ আগস্ট প্রথম মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

২০১৩ সালের ২৬ জুলাই থেকে শাবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়া।  ২০১৭ সালের ২৭ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়েছে। এরপর উপাচার্য হয়ে আসেন ফরিদ উদ্দিন।

সিনেট থাকায় ঢাবি, জাবি, চবি ও রাবিতে প্যানেল করে উপাচার্য নির্বাচন করার নিয়ম রয়েছে। তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিনেট না থাকায় সারসরি উপাচার্য নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.