Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির নির্মাণাধীন নতুন ছাত্রীহলে আসন পাবে ৪৮০ জন ছাত্রী

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চলমান উন্নয়নকল্প গুলো পরিদর্শন করেন উপাচার্য।

 উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নির্মিতব্য ৪৮০ আসন বিশিষ্ট ৪ তলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল,  ৫ তলা বিশিষ্ট সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ৩৯৬ আসন ও ৪তলা বিশিষ্ট সৈয়দ মুজতবা আলী হলের অবশিষ্ট কাজ, রাজস্ব বাজেটের অর্থায়নে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় গেট এবং  ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য টেনিস কোর্ট।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিভিল এন্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস  অনুষদের এর ডিন  প্রফেসর ড. মুশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী জনাব সৈয়দ হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল  ইসলাম চৌধুরীসহ নির্মানকারী প্রতিষ্ঠানের  সংশ্লিষ্ট  প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.