Sylhet Today 24 PRINT

পিএসসি শুরু, সিলেটে আড়াই লাখের বেশি শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৫

সারাদেশের মত সিলেটেও চলছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগের ৬শ’ ৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা যুদ্ধে এবার সিলেটে আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তাহমিনা খানম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা শুরুর পর থেকে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন উল্লেখ করে বলেন, পরীক্ষায় মোট ২ লাখ ৫৫ হাজার ৭০ জন শিশু শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। এদের প্রাথমিকে ২লাখ ৩৭ হাজার ২শ’ ৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮শ’ ০৭ জন। তবে পরীক্ষা শেষে অনুপস্থিতির সংখ্যা জানা যাবে।

তাছাড়া এবারই প্রথমবারের মতো প্রশ্নফাঁস রোধে ৮ সেট প্রশ্নে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম দিনে উভয় স্তরেই ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান উপ পরিচালক তাহমিনা খানম।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে মোট ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ খুদে শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

এর মধ্যে ছাত্র ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ এবং ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্রী। আর ইবতেদায়ীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র এবং ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী রয়েছে।

সপ্তমবারের মতো শুরু হওয়া এ পরীক্ষায় ছাত্রসংখ্যার তুলনায় ছাত্রী সংখ্যা বেশি ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.