Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে পারমানবিক বিদ্যুৎ শক্তির প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পরমাণু শক্তির প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) সন্ধ্যায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্যোগে "Necessity of Nuclear Power in the Context of Bangladesh" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী।

সেমিনারে বাংলাদেশে পাওয়ার জেনারেশনের অতীত, বর্তমান এবং পরবর্তী দৃশ্যপট, নবায়নযোগ্য শক্তি এবং প্রচলিত পাওয়ার প্লান্টের সঙ্গে পারমাণবিক শক্তির তুলনা এবং
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এ‍্যাসিস্টেন্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহমান।

আইইই এলইউ স্টুডেন্ট ব্রাঞ্চ এর কাউন্সিলর আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের শিক্ষার্থী মেহজাবিন তাবাসসুম এবং তিথি মনি দাস। এতে আইইই এলইউ স্টুডেন্ট ব্রাঞ্চের সদস্যসহ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.