Sylhet Today 24 PRINT

ঢাবির ভর্তি পরীক্ষা: শাবির কেন্দ্রে অনুপস্থিত ১৬ শতাংশ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ৯২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট শিক্ষার্থীর ৮৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৪৭ জন অর্থাৎ ১৬ শতাংশ শিক্ষার্থী।

এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাবির 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি ও শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডিলারা রহমান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শাবিপ্রবির ৩টি কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ৯২১ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৭৭৪ জন।  উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ এবং  অনুপস্থিত ১৬ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার ক এবং শনিবার খ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি। সামনের ভর্তি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

এছাড়া, ২২ অক্টোবর (শুক্রবার) গ-ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ঘ-ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) চ-ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.