Sylhet Today 24 PRINT

শাবিতে ঢাবির \'চ\' ইউনিটের পরীক্ষা: উপস্থিতি ৬৭ শতাংশ

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদে ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা শনিবার (৯ অক্টোবর) সম্পন্ন হয়েছে।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( শাবিপ্রবি) কেন্দ্রে ২৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১৭৫ জন উপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ৬৭ শতাংশ, অনুপস্থিতি ৩৩ শতাংশ।

শনিবার ( ৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চ ইউনিট ভর্তি কমিটির সভাপতি ও স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মুশতাক আহমদ।

এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মুশতাক আহমদ বলেন, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ’চ' ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ২৬১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৭৫ জন, অনুপস্থিত ৮৬ জন। এতে উপস্থিতির হার ছিল ৬৭ শতাংশ, অনুপস্থিত ৩৩ শতাংশ।

এর আগে গত ১ অক্টোবর 'ক' ইউনিট এবং ২ অক্টোবর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 'ক' ইউনিটে ২ হাজার ৫৫৬ জন এবং 'খ' ইউনিটে ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এছাড়া আগামী ২২ অক্টোবর (শুক্রবার) 'গ' ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) 'ঘ' ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.