Sylhet Today 24 PRINT

করোনা টিকা দেয়া শুরু হলো লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০২১

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুদিনব‍্যাপী এ টিকা কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের সাথে লিডিং ইউনিভার্সিটির এক সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে ফাইজারের টিকা কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই টিকা পাবেন। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনার নির্দেশ দেওয়া হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের উদ‍্যোগে আয়োজিত টিকা কার্যক্রমের সূচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান কে. এম. এ. শফিক, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ফজলে এলাহি মামুন, সহকারী প্রক্টর মানফাত জাবিন হক,  পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ‍্যাপক ডা. মোহাম্মদ শিবলী খান, প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.