Sylhet Today 24 PRINT

আজ থেকে টিকা পাচ্ছেন শাবির সকল শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)সকল বর্ষের শিক্ষার্থীদের সোমবার (১৮ অক্টোবর)থেকে করোনার টিকা দেওয়া হবে।

রোববার (১৭ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, সোমবার (১৮ অক্টোবর) থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে। যারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এবং জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার আবেদন করেছে তারা সকলে টিকা নিতে পারবেন।

মেডিকেল প্রশাসক বলেন, আমরা প্রথমদিন ‌‌মাস্টার্স ও চতুর্থ বর্ষ, এরপর তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের টিকা দিয়েছি। সোমবার থেকে সকলে টিকা নিতে পারবেন। আগামী ২৫ অক্টোবর যেহেতু ক্যাম্পাস ও হল খুলে দিচ্ছে। তাই আমরা  অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে শিক্ষার্থীদের হলে তুলতে চাচ্ছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.