Sylhet Today 24 PRINT

ঢাবির \'গ\' ইউনিটে ভর্তি পরীক্ষা: শাবির কেন্দ্রে অনুপস্থিত ৭৭ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে  ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর) সম্পন্ন হয়েছে। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ৪২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫১ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ৭৭ জন। উপস্থিতির হার ৮২ শতাংশ, অনুপস্থিতি ১৮ শতাংশ।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ‘গ’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৪২৮ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫১ জন, অনুপস্থিত ৭৭ জন।

এতে উপস্থিতির হার ৮২ শতাংশ, অনুপস্থিত ১৮ শতাংশ।

আগামীকাল ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন শিক্ষার্থী শাবির কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.