Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের বরণের অপেক্ষায় শাবির সৈয়দ মুজতবা আলী হল

শাবি প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০২১

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (২৫ অক্টোবর) সকালে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। এতে শিক্ষার্থীদের বরণ করে নিতে অপেক্ষায় রয়েছে সৈয়দ মুজতবা আলী হল।

রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন।

হল প্রভোস্ট বলেন, 'অনেকদিন পর শিক্ষার্থীরা হলে ফিরছে। তাই শিক্ষার্থীদের বিশেষ আয়োজনে বরণ করে নিতে চাই। ইতোমধ্যে হলের ডাইনিং ও কিচেন রুমসহ পুরাতন ব্লকটি সম্পূর্ণভাবে রং করা হয়েছে। প্রতিটি ওয়াশরুমে নতুন টাইলস বসানো হয়েছে। নিরাপদ পানি নিশ্চিত করতে নতুন করে ফিল্টার প্রতিস্থাপন করা হয়েছে। হলের সৌন্দর্য বর্ধনে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলজ গাছের বাগান করা হয়েছে।'

তিনি বলেন, 'হলে অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন ট্যাংক লাগানোর পাশাপাশি পানির সংযোগ লাইন নতুনভাবে সংস্কার করা হয়েছে। এছাড়াও হল প্রবেশের পর রুমের অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে প্রস্তুত থাকবে হল কর্তৃপক্ষ। এখন শুধু শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতীক্ষা করছি।'

এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসে অবস্থিত ছেলেদের শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলও খোলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.