Sylhet Today 24 PRINT

শাবির \'সঞ্চালন\'র নেতৃত্বে আকাশ-সারোয়ার

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন'র ১৪ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: আশরাফুল আলম আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সারোয়ার হোসাইন ইমনকে মনোনীত হয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি অর্পিতা চক্রবর্তী, সহ-সভাপতি সমাপ্তি দেব, সহকারি সাধারণ সম্পাদক কৃতিকা শাহা, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সহকারি সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির জুয়েল, দপ্তর সম্পাদক রাকিব হাসান, সহকারি দপ্তর সম্পাদক তোফাজ্জল আহাম্মেদ হৃদয়, অর্থ সম্পাদক মুহাম্মদ মহসিন হোসেন, সরকারি অর্থ সম্পাদক শাফিন হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক হুসাইন রেফার অমি, সরকারি রক্ত বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, জেরিন জাহান জেসি, প্রচার সম্পাদক শাহরিয়ার সুস্ময়, সহকারী প্রচার সম্পাদক কামরুল হাসান, হাবিবা আক্তার লিনা, মহিলা বিষয়ক সম্পাদক তাসনিম তাবাসসুম মমো, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন রুহি, ফারজানা আক্তার রিমি, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ, সহকারি সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ আরমান মিয়া, মৌরি দেবনাথ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ মিসবাহ, সহকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাদিমুল।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন- শাকিল আহমেদ, শাজাহান কবির হিরা, খাদিজা আক্তার শাম্মী, মাহমুদা আফরোজ মাহা, ইসরাত জাহান স্পৃহা, কাজী মো: আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিবুল আলম, মো. রাজিক মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর, সহকারী প্রক্টর শফিউল হোসেন। এছাড়াও সংগঠনের সদ্য সাবেক সভাপতি সর্দার ইমন, সাধারণ সম্পাদক অমিতাভ গোস্বামী নিলয়, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রায়, সহ সভাপতি সাইফুর রহমান, ১২ তম কমিটির সাধারণ সম্পাদক সুমন মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ এপ্রিল 'রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন' স্লোগানকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.