Sylhet Today 24 PRINT

শাবিতে ফাইজারের টিকা নিলেন ২ হাজার ১৭ শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৯ দিনে ফাইজারের টিকা পেয়েছেন ২ হাজার ১৭জন শিক্ষার্থী।  সর্বশেষ রোববার (১৪ নভেম্বর) ৩০০ জন শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড মো. কবির হোসেন

তিনি বলেন, ‘আমরা গত ১৬ অক্টোবর ফাইজার দিয়ে টিকা কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম ২৭ অক্টোবর শেষ হয়। তবে কিছু শিক্ষার্থী বাদ পড়ায় আজ (১৪ নভেম্বর) আরো ৩০০ জনকে টিকা দিয়েছি। এতে মোট ২ হাজার ১৭ জন শিক্ষার্থীকে এক ডোজ করে টিকা দেওয়া হয়েছে।’

মেডিকেল প্রশাসক বলেন, ‘যারা জন্মনিবন্ধন দিয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারা দ্বিতীয় ডোজ গ্রহণের পূর্বে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিশ্চিত করতে হবে। পরিচয়পত্রবিহীন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের সুযোগ থাকবে না। তাই যে সকল শিক্ষার্থী পূর্বে এনআইডির জন্য অনলাইনে আবেদন করেছেন অথবা যারা এখনো আবেদন করেননি তাদের জরুরী ভিত্তিতে অনলাইনে এনআইডির আবেদন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে।’

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিয়েছে। তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে টিকা গ্রহণ করেছেন। যারা এখনো টিকা নিতে পারেননি তারা সিলেট সিটি কর্পোরেশন বা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে টিকা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসন, বিভিন্ন মিড়িয়া আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তাই টিকা কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.