Sylhet Today 24 PRINT

শাবিতে চোখ ফিল্ম সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার

শাবিপ্রবি প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটি উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

সোমবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চোর ফিল্ম সোসাইটির সভাপতি ফাহিম আল হৃদয়।

তিনি বলেন, গত ২৯ আগস্ট চোখ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে চোখ ফিল্ম সোসাইটি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবে 'চোখ ফিল্ম সোসাইটি' ও ব্রিটেনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও অন্যান্য শিল্পকলা প্রচারের শীর্ষ প্রতিষ্ঠান 'সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিক।'

আগামী বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হবে 'বিনন্দের কিচ্ছা’।  টি এম আহমেদ কায়সারের পরিচালনা ও পরিবেশনায় বাংলা পালাগানের এক বিশেষ বিনির্মাণবাদী শিল্পোদ্যোগ এটি।

এরপর সন্ধ্যা ৬ টায় দ্যা রেবেল’ এন্ড ‘দ্য ওয়েস্ট ল্যান্ড ’ টিএস এলিয়টের 'দ্য ওয়েস্ট ল্যান্ড' এবং নজরুলের 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে এই দুই অমর কবিতা ভিত্তিক বিশেষ নাট্য পরিবেশনা হবে। এটির পরিচালনায় রয়েছেন টি এম আহমেদ কায়সার।

উল্লেখ্য, চোখ ফিল্ম সোসাইটি গত ২৯ শে আগস্ট ২০২১ তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.