Sylhet Today 24 PRINT

বিজ্ঞান-প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবির ৬০শিক্ষার্থী

শাবি প্রতিনিধি  |  ৩১ ডিসেম্বর, ২০২১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৬০জন শিক্ষার্থী।

এতে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ২৭ জন, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে ৯ জন এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান ২৪ জন ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এবারে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.