Sylhet Today 24 PRINT

শাবিতে অনশনরতদের পাশে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০২২

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের একটি দল শাবিপ্রবিতে অনশনকারীদের চিকিৎসা সেবা দিতে শাবিপ্রবিতে আসেন।

চিকিৎসকের ওই দলটি অনশনরতদের স্বাস্থ্যসেবা, চেকআপসহ বিভিন্ন বিষয় দেখভাল করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

ওসমানী মেডিকেল কলেজের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক নাজমুল হাসান চিকিৎসক দলটির নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানান, যাদের অবস্থা তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের অনশনস্থলে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

এই অনশন প্রলম্বিত হলে, অন্যদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। অনেককেই স্যালাইন দেয়া হচ্ছে। আমরা আপাতত সাতজনের টিম এসেছি। প্রয়োজন হলে আরও চিকিৎসক আসবেন- জানান তিনি।

গত বুধবার বেলা তিনটা থেকে আমরণ অনশন শুরু করে শাবির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ২৪ জনের একটি দল অনশন শুরু করে। এদের মধ্যে আসাদুজ্জামান নামের এক শিক্ষার্থীর বাবা পুত্রের অনশনের খবর শুনে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অনশনে পানি পর্যন্ত পান না করা শিক্ষার্থীদের ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অসুস্থ আরও ১২ জনকে অনশনস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.