Sylhet Today 24 PRINT

‘করোনা ঝুঁকি এড়াতে’ শাবি থেকে ওসমানীর মেডিকেল টিম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০২২

করোনা ঝুঁকির কথা জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে মেডিকেল টিম প্রত্যাহার করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগ।

ইন্টার্ন চিকিৎসকদের দলটি সোমবার গভীর রাত থেকে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার থেকে তারা শাবির অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

মেডিকেল টিমের সমন্বয়ক ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এমন দাবি করেছেন।

নাজমুল বলেন, ‘অনশনকারীদের অনেকেরই করোনার উপসর্গ আছে, কিন্তু তারা টেস্ট করাতে রাজি হচ্ছেন না। সেভাবে স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে আমরা ঝুঁকিতে পড়ছি। আমাদের অনেককেই আবার হাসপাতালে ফিরতে হয়। ফলে অন্যরাও ঝুঁকিতে পড়ছেন।

‘গুরুতর অসুস্থ অবস্থায় আমরা যেসব অনশনকারীকে হাসপাতালে পাঠাই, তারা হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই আবার ক্যাম্পাসে চলে যান। ফলে তাদের জীবন যেমন সংকটে পড়ছে, তেমনি আমরাও সমস্যায় পড়ছি।’

নাজমুল আরও বলেন, ‘শাবির শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে আমাদের মেডিকেল টিমের একজনের এরই মধ্যে করোনা হয়েছে। আরও কয়েকজনের উপসর্গ দেখা দিয়েছে। তারা করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। আপাতত আমরা শাবিতে কার্যক্রম বন্ধ রাখছি।’

ছাত্রলীগের মেডিকেল টিম প্রত্যাহার করায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আর কারো কাছ থেকে কোনো চিকিৎসা সহায়তা পাচ্ছেন না।

গত ২১ জানুয়ারি শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম গেলে তারা তাদের প্রত্যাখ্যান করেন।

মঙ্গলবার প্রক্টর আলমগীর কবির বলেন, ‘আমরা বারবার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের টিমের পক্ষ থেকে চিকিৎসাসেবা দিতে চেয়েছি। তবে তারা সেটা প্রত্যাখ্যান করেছেন। এখন শিক্ষার্থীদের যে শারীরিক অবস্থা তাতে বিশ্ববিদ্যালয়ের টিম দিয়ে চিকিৎসা দেয়া সম্ভব নয়। আমরা তাদের অনশন ভেঙে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.