Sylhet Today 24 PRINT

শাবির আন্দোলনকারীদের সাথে ড. কামালের সংহতি

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০২২

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন গনফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে কামাল হোসেনের পক্ষে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শাবি ক্যাম্পাসে আসেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ফোনে কথা বলেন কামাল হোসেন।

তিনি শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে, তাদের দাবি মেনে উপাচার্যকে পদত্যাগ করা উচিত বলে মনে করেন।

এরপর সাংসদ মোকাব্বির খান গনমাধ্যমকে বলেন, ক্ষমতার  দম্ভ থেকে নয়, শিক্ষার্থীদের এই আন্দোলন মানবিক অবস্থান থেকে বিবেচনা করতে হবে। কারন এরা আমাদেরই সন্তান। তারা খুব কষ্টে আছে।

তিনি বলেন, আমার মনে হয় সরকারকে ভুল তথ্য দেয়া হচ্ছে। এখানে আন্দোলনকারিরা সক্লেই সাধারন ছাত্র। তাদের কোন রাজনৈতিক পরিচয় নাই। তাদের দাবিরঅও ন্যায্য।

এই প্রতিনিধি দলে আরও ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট সুরাইয়া বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা মাহফুজ আকরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.