Sylhet Today 24 PRINT

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে শাবিতে জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২২

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীদের একটি দল, আরেকটি দল অনশনরত সহযোদ্ধাদের সঙ্গে আন্দোলনে। আন্দোলনের মুখে অনড় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছে শাবি শিক্ষার্থীদের। মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভঙ্গের অনুরোধ জানালেও তাতে সাড়া মেলেনি।

এদিকে, অনশনরত শারীরিক অবস্থা বিবেচনা করে আন্দোলনকারীরা সম্মিলিতভাবে অনশন ভঙ্গের অনুরোধ জানায় গত সন্ধ্যায়। এতেও ফল আসেনি।

এমন অবস্থায় সিলেট এসেছেন বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। তারা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ২০১৯ সালে তারা অবসরে যান।

বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে তারা শাবি ক্যাম্পাসে এসে পৌঁছান। মূল ফটক থেকে পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

ক্যাম্পাসে ঢুকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

অনশনরত শিক্ষার্থীদের অভুক্ত অবস্থায় থাকার ১৫৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। শিক্ষার্থীদের এক দাবি উপাচার্যের পদত্যাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.