Sylhet Today 24 PRINT

বাকৃবি’র স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট |  ০৬ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্য তাঁর কার্যালয়ে ফল ঘোষণা করেন।

গতকাল শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে আসনসংখ্যা ১২০০। ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ১২০০ জনের মেধাতালিকা এবং আরও ১২০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২০ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে।

২২ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্যাম্পাসে গিয়ে রিপোর্ট করতে হবে। পরের দিন তাদের ভর্তি করানো হবে। এ ছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd/) পাওয়া যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.