Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ‍্যে স্মার্ট ভিলেজ এবং স্মার্ট সিটিস বিষয়ক কর্মশালায় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা মতবিনিময় করেছেন।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশ ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর যৌথ উদ‍্যোগে দিনব‍্যাপী “Smart Village & Smart Cities – Perspective Digital Bangladesh” শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম শাব্বির সাত্তার। এতে  সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর উপদেষ্টা প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ব্র‍্যাক ইউনিভার্সিটির প্রফেসর এবং ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’) এর উপদেষ্টা ড. মো. কায়কোবাদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘Centre for Smart Village and Smart City Studies'  (CSVSCS’), আলস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য  এর ড. নাজমুল সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.