Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে অসাধু উপায়ে ভর্তি হতে এসে আটক ইকবাল

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অসাধু উপায়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাইদ নামের এক শিক্ষার্থী আটক হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থী ইকবালের হয়ে লিখিত পরীক্ষায় অন্য একজন অংশ নেন। এরপর মঙ্গলবার ইকবাল নিজে ভাইবা পরীক্ষা দিতে আসেন। যা কর্তৃপক্ষের কাছে ধরা পড়লে তাকে আটক করা হয়।

জানা যায়, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী আটককৃত শিক্ষার্থীর পিতার রফিকুল ইসলাম এবং মাতার ফাতেমা বেগম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৫১৭৬৩। তিনি চট্টগ্রাম ভেটেনারি এ্যন্ড এ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির 'ইউসুফ চৌধুরী ভবন'র ২য় তলায় 'বন ও পরিবেশ বিদ্যা' বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, অসাধু উপায়ে ভর্তি হতে এসে ভাইবার সময় ইকবাল হোসেন সাইদ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভাইবার সময় ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে আটক করা হয় । তবে ভর্তি পরীক্ষার সময় তার হয়ে অন্য একজন প্রক্সি দিয়েছেন। ভাইবার সময় তা ধরা পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.