Sylhet Today 24 PRINT

জাবিতে মঙ্গলবার থেকে সশরীর ক্লাস

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস আগামী মঙ্গলবার থেকে সশরীরে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো সকাল সাড়ে আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে তাত্ত্বিক বিষয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

এ সময়ে অনলাইনে পাঠদান অব্যাহত ছিল। তবে মাঝে করোনার প্রকোপ বাড়লে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সশরীরে পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস বন্ধ করা হলেও পরে তা চালু করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.