Sylhet Today 24 PRINT

এসআইএউ তে রোবট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৫

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘A Line Following Robot With Obstacle Detection’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর বেলা ১১ টায় ভার্সিটির অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ উপস্থিত ছিলেন।

ড. সুশান্ত কুমার দাশ বলেন, বিশ্বদ্যিালয়ে জ্ঞান দানের পাশাপাশি গবেষনার উপর গুরুত্ব আরোপ করতে হবে।

তিনি বিশ্বদ্যিালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে গবেষনার আহবান জানান।

সেমিনারের মূল বক্তা আব্দুল আউয়াল আনসারী ভবিষ্যতে রোবট নিয়ে আরো কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সি.এস.ই বিভাগের সিআরটিসি এর অধীনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড এর আর্থিক সহযোগীতায় রোবটটি তৈরী করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর  ড. খন্দকার মো. মমিনুল হক। সেমিনারের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষি কেশ ঘোষ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান একরামুল ফারুক, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ, বিশ্বদ্যিালয়ের সিএসই ও ইসিই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। 

উল্লেখ্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি.এস.ই. বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল আউয়াল আনসারীর তত্ত্বাবধানে ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কৃতি শিক্ষাথী মীর মেহেদী হাসান রোবট তৈরী করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.