Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন বলেন, সমাজকর্মের নিজস্ব কিছু সুবিন্যস্ত কর্মপ্রক্রিয়া, বিশ্বাস, নীতি ও মূল্যবোধ রয়েছে। ক্লাসরুমের শিক্ষাকে ব্যবহারিকভাবে কাজে লাগানোর সুযোগ পাওয়া যায় সমাজকর্মে। ব্যক্তি, দল, সমষ্টি যেখানেই সমস্যার সূত্রপাত, সেখানেই সমস্যা সমাধানের পথ বের করার চেষ্টা করে সমাজকর্ম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, অধ্যাপক ড. মো. ফয়সাল আহমদ, সহযোগী অধ্যাপক আবুল কাশেমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.