Sylhet Today 24 PRINT

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পাওয়ায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২২

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍‍্যাংকিং- ২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়ায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ।

সোমবার (০৯ মে) বিকালে শিক্ষকগণ উপাচার্যের কার্যালয়ে তাকে এ অভিনন্দন জ্ঞাপন করেন।

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২১৬ টি দেশের ১৫ হাজার ৪৩০টি বিশ্ববিদ্যালয়ের নয় লক্ষাধিক বিজ্ঞানী ও গবেষকদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে।

এর মধ্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য স্থাপত্য বিষয়ে বুয়েটে প্রথম, বাংলাদেশে দ্বিতীয় আর সংশ্লিষ্ট বিষয়ে এশিয়ার বিজ্ঞানীদের মধ‍্যে   ৮৯তম এবং বিশ্বে ৪২৯তম স্থান লাভ করেন।

উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্সে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.