Sylhet Today 24 PRINT

শাবিতে জারুলের অপূর্ব শোভা

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৬ মে, ২০২২

ছয়টি মুক্ত পাপড়িতে গঠিত ও হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াময় জারুল ফুল প্রতিবছর এপ্রিল থেকে জুন মাসে জারুল গাছে ফুল ফোটে এ ফুল। এসময় বেগুনি রঙের দৃষ্টিনন্দন আভায় প্রায় সকলকে বিমোহিত করে।

বর্তমানে এমন দৃশ্যের দেখা মিলবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। প্রতিবছর এ সময়ে জারুল ফুলে মোড়ানো ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করেন শিক্ষার্থীরা। অনেকে জারুল ফুল মাটি থেকে কুড়িয়ে নিয়ে বা গাছ থেকে ঢাল ছিঁড়ে খোঁপায় গুঁজে নিজেদের সজ্জিত করেন। আবার কেউবা ছবি তুলে উপভোগ করেন সেই সব সৌন্দর্য।

বিশ্ববিদ্যালয়ের মুল ফটক দিয়ে এককিলো রোড ধরে ক্যাম্পাসের দিকে এগোলেই দেখা মিলবে রাস্তার দুই পাশে লেকেমঘেরা গাছগুলোতে যেন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে জারুল ফুল। এসব লোভনীয় ফুলের দিকে তাকালে মনে হয় যেনো আমি এখানকার চিরস্থায়ী বাসিন্দা, আমি কোনো আগন্তুক নই।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের এককিলো রোড়ের দুই পাশের লেকের পাড়ে, ভিসি বাংলোর সামনে, একাডেমিক ভবনগুলোর পাশে, ইউনিভার্সিটি সেন্টারের সামনে, শাহপরান হলের পাশে, কেন্দ্রীয় খেলার মাঠে, বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে, কেন্দ্রীয় মিলনায়তনের রাস্তা জুড়ে  ছোট-বড় ও মাঝারি আকারের জারুল গাছগুলোতে ফুটেছে জারুল ফুল। এতে বেগুনির রঙের ফুলের আবরণে ক্যাম্পাসের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

জারুল সৌন্দর্য ছাড়াও একটি ঔষধি গাছ হিসেবে পরিচিত। যার বীজ, ছাল ও পাতা ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও জ্বর, অনিদ্রা, কাশি ও অজীর্ণতা মানব কল্যাণে জারুল উপকার সাধন করে গাছটি। এক দিকে সৌন্দর্য আরেক দিকে ঔষধি গুণ। এমন নানাবিধ ভেষজ গুণসম্পন্ন উজ্জ্বল বেগুনি আভার জারুল ফুলের বাহারি পসরা যেন শাবিপ্রবি ক্যাম্পাসকে এনে দিয়েছে অপরূপ প্রাণের ছোঁয়া।

সকালে বৃষ্টিভেজা রাস্তায় ক্যাম্পাসে হাঁটতে বেরিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আতাউর রহমার। তিনি বলেন, স্নিগ্ধ সকাল হোক কিংবা তপ্ত দুপুর, অথবা হোক পড়ন্ত বিকেল এই গাছগুলো আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি করেছে। যে কেউ এ রাস্তায় হাঁটলে আর গাছগুলোর দিকে তাকালে যেনো স্বর্গের রাজ্যে ফিরে পাবে।

বিশ্ববিদ্যালয়ের পুর ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবরিনা জাহান বলেন, প্রকৃতির নিয়মে প্রতিবছরের ন্যায়ে এবারও ক্যাম্পাস জুড়ে জারুল ফুল ফুটেছে। প্রায় সব ঋতুতে নতুন নতুন কিছু নিয়ে হাজির হয় আমাদের ক্যাম্পাস। যা সত্যি আমাদের মনকে বিমোহিত করে! বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও বিকশিত করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.