Sylhet Today 24 PRINT

সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

সিকৃবি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৫

পূর্ন ভাবগাম্বীর্য ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে ।

ভােরে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হয়। কালো ব্যাজ ধারন করে প্রশাসনিক ভবনের সামন থেকে শোকর‌্যালী শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড.মতিয়র রহমান হাওলাদারসহ সকল অনুষদের শিক্ষকবৃন্দ, প্রসাশনের উর্ধবতন কর্মকর্তা, সাধারন শিক্ষার্থীরা ও ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা উপস্থিত র‌্যালিতে অংশ নেন।

এছাড়া শহীদ বুদ্ধিজীবি দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্চায় রক্তদান কর্মসূচি এবং শিশুদের চিত্তাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ও পরামর্শ নির্দেশক ড. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মোঃ জামাল উদ্দিন ভূইয়া, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা এর প্রেসিডেন্ট লায়ন হেলেন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন লিও ক্লাব অব সিলেট এর উপদেষ্টা ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সহ সভাপতি তুষার কুমার দাস, লিও ক্লাব অব সিলেট এর সভাপতি শাহ মোঃ শাহদাত হোসেন।

সবশেষে চিত্তাঙ্কন প্রতিযোগীতার মাধ্যমে দিবসটির কর্মসূচির সমাপ্ত হয় ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.