Sylhet Today 24 PRINT

শাবিতে ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৫

রণাঙ্গনে ছিলেন মুক্তিযোদ্ধারা। তাদেরকে অনুপ্রাণিত করতে এবং বিশ্ববাসীর সমর্থন আদায়ে যুদ্ধ করেছিলেন কলম যোদ্ধারাও। কেমন ছিল ৭১’র সেই উত্তাল দিনগুলোর পত্রিকার পাতা। জীবন ঝুঁকি নিয়ে সাংবাদিকদের সেই কালজয়ী সংবাদ প্রতিবেদনগুলো নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব’ এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অর্জুনতলায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আমিনুল হক ভূঁইয়া।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবালের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সৈনিকরা যেমন অবদান রেখেছেন ঠিক তেমনিভাবে দেশী এবং বিদেশী সাংবাদিকরা তাদের লিখনির মাধ্যমে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

তিনি আরোও বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদসহ বিভিন্ন গণমাধ্যম মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করে। এরকম উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।’

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শাহনেওয়াজ হোসেন পাভেল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.খায়রুল ইসলাম, নৃবিজ্ঞান  সহকারী অধ্যাপক মুনযুরুল হায়দার, সহকারী প্রক্টর সামিউল ইসলাম,সহকারী প্রক্টর শাহেদুল হোসাইন,শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী,ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিন ব্যাপি প্রদর্শনী শেষ হবে ১৬ডিসেম্বর। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশী-বিদেশী বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সাংবাদিকদের ভূমিকা সম্বলিত ৩৫টি আলোকচিত্র  স্থান পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.