Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০২২

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ‍্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের (প্রথম একাডেমিক ভবন) গ‍্যালারি-১ এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিই ফ‍্যামিলির আয়োজনে 'The Role of Climate Extremes in Sustainable Development: Challenges and Opportunities' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আমিনুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন। সেমিনার মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট‍্রাল ফ্লোরিডা-এর ন‍্যাশনাল সেন্টার ফর ইন্টেগ্রেটেড কোস্টাল রিসার্চ-এর রিসার্চ সায়েন্টিস্ট সিভিল, ইনভাইরনমেন্টাল এন্ড কনস্ট্রাক্শন ইঞ্জিনিয়ারিং এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল  এর প্রাক্তন শিক্ষক  ড. মো  মামুনুর রশিদ।

কীনোট স্পীকার ড. মো. মামুনুর রশিদ তার বক্তব্যে বিশ্বে জলবায়ু পরিবর্তন বিষয়ে নিজের গবেষণার আলোকে লিমিটেড রিসোর্সের মাধ্যমে স্বল্প খরচে কিভাবে বিভিন্ন পদ্ধতিতে গবেষণা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো যায় তার উপর আলোকপাত করেন।

এতে আরও বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষক সারা বিনতে ফারুক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.