Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০২২

লিডিং ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৯ জুন) রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক পর্যালোচনা কমিটির সভায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্যাজনিত পরিস্থিতির কারণে লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২২ সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঈদুল আযহার ছুটির পর বিশ্ববিদ্যালয় খুলবে বলে আশা করা হচ্ছে।

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং ((CRISP)’ এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সেকশন প্রধানগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.