Sylhet Today 24 PRINT

বুলবুল হত্যার বিচার চায় শাবি শিক্ষক সমিতি

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০২২

নিহত শাবি শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদের হত্যার বিচার চেয়েছে 'শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'। পাশাপাশি বুলবুল নিহতের ঘটনায় শোক জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বুধবার (২৭ জুলাই) রাতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো জহির বিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকায় কতিপয় দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে নিহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। এরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানাচ্ছে শাবি শিক্ষক সমিতি।

বুলবুলের প্রতি শোক জানিয়ে আরও বলা হয়, উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত শিক্ষক সমিতি। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.