Sylhet Today 24 PRINT

বিশ্ববিদ্যায়ে ভর্তিতে গুচ্ছ পরীক্ষার \'এ\' ইউনিটের ফল প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৫ আগস্ট, ২০২২

দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগ 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৮৬.৫০, সর্বনিম্ন মাইনাস ২০ নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা। এবার ৩০ নাম্বারের উপরে যারা পেয়েছে তাদেরকে ঊর্ত্তীণ দেখানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে ৩০ এর উপরে পেয়েছে ৮৫,৫৮২জন। অনুত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ৭১১জন।

তিনি আরো বলেন, প্রায় ১ শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয় নি। কারণ অনেকে ৩টা থেকে ২টা পূরণের কথা থাকলেও ৩টায় পূরণ করেছে। অনেকের সেটকোডগত সমস্যাও ছিল।

এরআগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশব্যাপী গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.