Sylhet Today 24 PRINT

গুচ্ছ ভর্তি পরীক্ষা: \'সি\' ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯২.৫৬ শতাংশ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২০ আগস্ট, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বাণিজ্য অনুষদের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮২০জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৯ শিক্ষার্থী অর্থাৎ ৯২.৫৬ শতাংশ। অনুপস্থিত ছিল ৬১জন, অর্থাৎ ৭.৪৪ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি বলেন, কোন ধরণের অসঙ্গতি ছাড়াই গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি এবং ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ ৮২০জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ৭৫৯ শিক্ষার্থী অর্থাৎ ৯২.৫৬ শতাংশ। অনুপস্থিত ছিল ৬১জন অর্থাৎ ৭.৪৪ শতাংশ।

প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) সারা দেশব্যাপী গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সোমবার (১৬ আগস্ট) এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.