Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির গবেষণা প্রকল্পে যৌথভাবে কাজ করবে জার্মান: রাষ্ট্রদূত

শাবিপ্রবি প্রতিনিধি  |  ৩১ আগস্ট, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন গবেষণা প্রকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এ সময় আখিম ট্র্যোস্টার বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির বিভিন্ন গবেষণা প্রকল্পে আমরা যৌথভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে সবসময় আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সঠিক নেতৃত্বের জন্য উপাচার্যের প্রশংসা করেন তিনি। এরপর ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ল্যাব পরিদর্শন করেন তিনি।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদে বলেন, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। দেশে প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন, দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়সহ নানা অর্জন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও অনেকদূর এগিয়েছে শাবিপ্রবি।
 
এ সময় অন্যদের মধ্যে জার্মান রাষ্ট্রদূতের সহধর্মনী বেটিনা ট্র্যোস্টার, বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির বিভাগের প্রধান ড. মোহাম্মদ আবদুল্লা আল সোয়েব, সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.