Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে রিসার্চ পেপার প্রেজেন্টেশন সিরিজের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২২

লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের রিসার্চ পেপার প্রেজেন্টেশন সিরিজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন ভবনে ব‍্যবসায় প্রশাসন বিভাগের উদ‍্যোগে বিভাগের বারজন শিক্ষকের গবেষণা পত্র উপস্থাপন 'Research Paper Presentation Series-2022' এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম গবেষণা পত্র 'Self-perceived Employability of Undergraduate Students: Bangladesh Perspective' উপস্থাপন করেন ব‍্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ‍্যাপক মো. আব্দুল মুহিত চৌধুরী।

ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা ও ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) এর পরিচালক ড. মো. রেজাউল করিম এবং ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.