Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২২

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার  (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত শহীদমিনারের পাশে বৃক্ষরোপণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করে ড. সৈয়দ রাগীব আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইতিহাসের সব জায়গাতেই রয়েছে বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সবাইকে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, ন্যাক্কারজনকভাবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়। তিনি আইন বহির্ভূত হত্যার নিন্দা জ্ঞাপন করেন এবং বলেন, যে উদ্দেশ্যে সপরিবারে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তা সফল হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. কাওসার হাওলাদের সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্টার মো. মফিজুল ইসলাম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.