Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২২

লিডিং ইউনিভার্সিটির ৩৩তম একাডেমিক কাউন্সিল সভা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

 সভায় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং -২০২২ সেমিস্টারের রেজাল্ট অনুমোদন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের স্বীকৃতি বিষয়ে আপডেট, লিডিং ইউনিভার্সিটি ম‍্যানেজমেন্ট সফটওয়্যার (UMS) বিষয়ে আপডেট, মাস্টার অব ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট প্রোগ্রামের সিলেবাস আপডেট, বিএসসি (অনার্স) ইন সিএসই ডিগ্রির নাম বিএসসি ইন সিএসই তে পরিবর্তনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।  এতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন, ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবিব, প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড.  মো. জহির বিন আলম, প্রফেসর ড. এ.জেড. এম. মনজুর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল সদস্য সচিব মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.